যশোরে র্যাবের অভিযানে অজ্ঞান পার্টির চার সদস্য আটক
এস আর নিরব।।
যশোরে অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করেছে র্যাব-৬। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চেতনানাশক ওষুধ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত পোনে ১০টার দিকে শহরতলির রাজারহাট মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের নওয়াব আলীর ছেলে ইউনুছ গাজী, একই এলাকার কাদেরের ছেলে কাশেম সরদার, ঢাকা ডিএমপির খিলখেতের এস চৌধুরীর ছেলে শামছুউদ্দিন চৌধুরীর ও কুষ্টিয়া জেলার কুমার খালী উপজেলার গোপালপুরের মোসলেমের ছেলে রায়হান।
এ বিষয়ে যশোর র্যাব-৬ কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান শুক্রবার সকাল ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে অজ্ঞান পার্টির একটি সংঘবদ্ধ চক্র চেতনানাশক দ্রব্যদিয়ে যাত্রী-সাধারণদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়। চক্রটি গত রাতে রাজারহাটে অবস্থান নিয়েছিলো। এসময় র্যাব সেখানে অভিযান চালায়। এবং চক্রের চার সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি চেতনানাশক তরল ওষুধ, দুটি মলমের প্যাকেট।
Challenge yourself with mind-bending puzzles and epic challenges! Lucky Cola