যশোরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সকাল নয়টার মধ্যে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হয় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সাড়ে নয়টায় কেন্দ্রের প্রবেশ পথ খুলে দেওয়া হয়। দশটা বাজার সাথে সাথে সরবারহ করা হয় প্রশ্ন। এর আগে পৌঁনে দশটায় দেওয়া হয় খাতা। পরীক্ষা শুরুর পর থেকে যশোর সরকারি বালিকা বিদ্যালয়, জিলা স্কুলসহ শহর ও শহরতলির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবীব। এ সময় তার সাথে ছিলেন অন্যান্য কর্মকর্তারা। এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবীব সাংবাদিকদের বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *