যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোটরপার্স ব্যবসায়ী গুরুতর আহত

Share Now..

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাফিজুর রহমান (২১) নামে এক মোটরপার্স ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে শহরের মণিহার সিনেমা হলের পশ্চিম পাশের গলি দৃপ্তি সেলুনের সামনে এই ঘটনা ঘটে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আহত হাফিজুর রহমান শহরের পশ্চিম বারান্দীপাড়ার সোনা মিয়ার ছেলে। তার পরিবারের দাবি- শহরের আলোচিত সন্ত্রাসী গোল্ডন সাব্বির, হ্যাপি ও হুরাইরা মিলে তাকে ছুরিকাঘাত করেছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

আহতের ভাবী হাসি বেগম অভিযোগ করেন, হাফিজুর সকালে দৃপ্তি সেলুনে যান চুল কাটাতে। এসময় যশোর শহরের বহুল আলোচিত সন্ত্রাসী গোডেন সাব্বির, হ্যাপি ও হুরাইরাসহ আরো কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা তার বুকে ও বাম পাশের পাজরে ছুরি মেরে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, হাফিজুরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *