যশোরে সন্ত্রাসী জুম্মান হত্যা মামলায় রায়পাড়ার সজিব আটক

Share Now..

\ যশোর অফিস \
যশোরে সন্ত্রাসী জুম্মান হত্যা মামলার আরেক আসামি চাঁচড়া রায়পাড়া তুলোতলা মোড়ের জাফরের ছেলে সজিবকে (২৩) আটক করেছে রেলওয়ে পুলিশ সদস্যরা। এরআগে এ মামলার তিন আসামী যশোর শহরের টিবি ক্লিনিক মোড়ের শুভ (৩২), বেজপাড়া বিহারি পট্টির সবুজ (২৮) ও পুলেরহাট কৃষ্ণবাটির মোহাম্মদ (২২)আটক করে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারি) তাদেরকে আদালতে সোপর্দ করেন মামলার তদন্ত কর্মকর্তা যশোর রেলওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম। একই সাথে ওই চারজনের সাতদিন করে রিমান্ডের আবেদন জানান তিনি। র‌্যাব ও রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। তারা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী জুম্মানের সাথে তাদের পূর্ব শত্রæতা ছিল। ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা জুম্মানকে হত্যা করে। উল্লেখ্য, গত ১০ ফেব্রæয়ারী যশোর রেলস্টেশন এলাকায় ১৪ মামলার আসামী সন্ত্রাসী জুম্মান (৩৪) কে হত্যা করা হয়। এঘটনায় নিহতের ভাই মামুন ১৩ জনের বিরুদ্ধে খুলনা রেলওয়ে থানায় মামলা করেন। তাদের মধ্যে চারজন আটক হলেও ধরা ছোয়ার বাইরে রয়েছেন রেলগেট এলাকার ইমন, চাঁচড়া রায়পাড়ার প্রিন্স, রনি, সাগর, শাহিন, শংকরপুর পশ্চিম পাড়ার ভাইপো রাকিব,খড়কি কলাবাগান এলাকার ছোট রবি ওরফে পিচ্চি রবি, রেল বাজার এলাকার রুবেল ও শংকরপুর জমাদ্দার পাড়ার বিপ্লব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *