যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহীন আর নেই

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন আর নেই (ইন্নালিল্লাহে……… রাজেউন)। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহানুর আলম শাহীনের শ্যালক পেশকার মিঠু।
গতকাল শনিবার (২ মার্চ) সন্ধা ছয়টায় হাসপাতালের আইসিইউ প্রধান প্রফেসর দেবাশীষ বনিক ও নিউরো সার্জন প্রফেসর ধীমান চৌধুরীর সম্বন্বয়ে গঠিত মেডিকেল টিম শাহানুর আলম শাহীনকে মৃত ঘোষনা করেন।
গত ২৩ ফেব্রæয়ারি তিনি ব্রেইন স্টোক করেন। পরে তাকে ঢাকায় নেয়া হয়। প্রথমে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শাহানুর আলম শাহীনের মৃত্যুর সংবাদ পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর যশোর ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রুহুল কুদ্দুস কচি।
এ বিষয়ে শাহীনের শ্যালক পেশকার মিঠু আরও জানান, তারা এখন শাহীনের মরদেহ যশোরে আনার ব্যবস্থা করছেন। রাতেই তার লাশ যশোরে আনা হবে। সকাল সাড়ে ১০টায় ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *