যশোর বাহাদুরপুরে আলী হত্যার মুল আসামী নবাব সাতক্ষীরা থেকে গ্রেফতার
\ যশোর জেলা প্রতিনিধি \
যশোর বাহাদুরপুরে আলী হত্যার মুল আসামী নবাবকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ০৭ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টায় যশোর কোতয়ালী থানার বাহাদুরপুর তেতুলতলা মোড়ে আলী হোসেন নামের এক যুবককে প্রতিপক্ষ নবাব ও তার সহযোগীরা গুলি করে হত্যা করে। এই সংক্রান্তে আলী হোসেনের মা মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় গোপন তথ্যের ভিত্তিতে যশোর ডিবি’র এলআইসি শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালিদ আনসারসহ একটি টিম ২৩ জুন রাত সাড়ে ৩ টার সময় সাতক্ষীরা জেলার আশাশুনি বুধহাটা এলাকায় অভিযান পরিচালনা করে আলী হোসেন হত্যার প্রধান আসামী রবিউল ইসলাম ওরফে নবাবকে গ্রেফতার করে। এর আগে ঘটনার পর নওয়াপাড়া পরিত্যাক্ত ঘর থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি এবং সহযোগী পলাতক আসামী দিপক কুমার ওরফে সাগরের ভাড়া বাসা থেকে তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী ও ভিকটিম আলী হোসেন এর পিসি/পিআর তদন্তে জানা যায় আলী হোসেন হত্যাসহ একাধিক মাদক মামলার আসামী। অপরদিকে আসামী নবাব জেলা যুবদলের বন ও পরিবেশ স্থায়ী কমিটির সভাপতি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আলী হোসেন নওয়াপাড়া এলাকায় বাড়ি করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসেনকে হত্যার দায় স্বীকার করেছে নবাব। এলাকায় আধিপত্য বিস্তার,মাদক ব্যবসা ও চাঁদাবাজির ঘটনায় নবাবের মাকে নিয়ে গালিগালাজ করায় নবাব ও তার সহযোগী দিপকের মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যায় এবং গুলি করে হত্যাকাÐ সংঘটিত করে পালিয়ে যায়।