যশোর-বেনাপোল মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে ফুলের রাজ্যে মানববন্ধন

Share Now..

ঝিকরগাছা প্রতিনিধঃ

যশোর-বেনাপোল মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলের রাজ্যে গদখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার সময় গদখালী ফুল মার্কেটের সামনে মানববন্ধন ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ও যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটির সহযোগিতায় মানববন্ধনে সর্বস্তরের হাজারো মানুষ স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন। উক্ত মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন মানুষের জন্য গাছ, গাছের জন্য মানুষ নয়। মহাসড়কের পাশে দাঁড়ানো ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো ক্রমাগত মানুষের জীবনের কাল হয়ে দাঁড়ায়ে আছে। অতিদ্রুত এই ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো অপসারণ না করা হলে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধের কঠোর হুঁশিয়ারি দেন।
অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা এর সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর জেলা নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহবায়ক মাস্টার নূর জালাল, বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স’র পরিচালক মতিয়ার রহমান, যশোর জেলা নাগরিক অধিকার আন্দোলন কমিটির সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, নির্বাহী সদস্য আহসানুল্লাহ ময়না, পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবর জান বরুন, বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির সভাপতি আব্দুর রহিম, অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি’র সম্পাদক ও প্রকাশক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিকরগাছা শাখার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট গদখালী শাখার সভাপতি ইমামুল হোসেন, বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন’র আহ্বায়ক আলমগীর হোসেন, একতা ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মাসুম বিল্লাহ, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সদস্য ফয়েজ আহম্মেদ,আসাদুল জামান, সঞ্জয় কুমার সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *