যশোর-বেনাপোল সড়কের গাছ অপসারণ ও সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধ
এস আর নিরব, যশোরঃ
যশোর-বেনাপোল মহাসড়কের প্রাচীন গাছের কারণে কারো মৃত্যু হলে যারা গাছ রক্ষার জন্য উচ্চ আদালতে রিট করেছে তাদের বিরূদ্ধে হত্যা মামলা করা হবে বলে হুশিয়ারি প্রদান করেছেন নাগরিক অধিকার আন্দোলন যশোরের নেতৃবৃন্দ। মানুষ বড়, না গাছ বড় প্রশ্ন রেখে বক্তারা বলেন মহাসড়কের পাশে গাছ কখনোই পরিবেশের জন্য নয়। সড়কের দুপাশে দু’শ’ বছর আগের গাছ গুলোতে কোন পাতা নেই, পাতার মত যা দেখা যায় সব পরগাছা কয়েকটি বাদে প্রায় সব গুলি মৃত ও অর্ধ মৃত গাছ। পরিবেশবাদীরা ঢাকাতে ফটো এডিট করে মৃত গাছ জীবিত দেখিয়ে রিট করেছে বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে যশোর বেনাপোল মহাসড়কের পাশের সকল গাছ কেটে সড়ক ছয় লেনে উন্নীত করে বেনাপোল বন্দরের সাথে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটনোর দাবি জানান নেতৃবৃন্দ। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে নাগরিক অধিকার আন্দোলন যশোরের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তৃতা করেন নাগরিক অধিকার আন্দোলন যশোরের উপদেষ্টা মতিয়ার রহমান, সমন্বায়ক মাসুদুজ্জামান মিঠু, জাসদ নেতা আহসান উল্লাহ্ মনি, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দৌল্লা, আওয়ামী লীগ নেতা কাজী শহিদুল হক শাহীন, রাঙ্গাপ্রভাতের উপদেষ্টা শরীফ এ মাসুদ হিমেল প্রমুখ।
উল্লেখ্য, যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন যুক্তি দিয়ে পক্ষে বিপক্ষে আন্দোলন চলছে। তবে গাছ কাটার ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করা যাচ্ছে না বলে জানিয়েছে যশোর জেলা পরিষদ।