যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

Share Now..


মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করতে পারেন-এমন জল্পনা চাউর হয়েছে। এই নিয়ে কড়া ভাষায় বার্তা দিয়েছে চীন। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, পেলোসি তাইওয়ান সফর করলে এর ‘ভয়াবহ পরিণতি’ হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করেন, পেলোসি তাইওয়ান গেলে বেইজিং ‘কঠোর প্রতিক্রিয়া দেখানোর জন্য কাজ করবে’ এবং ‘পাল্টা পদক্ষেপ’ নেবে।

বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের তীব্র বিরোধিতা করছি।’

অন্যদিকে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ান ওউ জানান, তাইওয়ান আমেরিকার আইনপ্রণেতাদের সবসময় সফরে আসার জন্য স্বাগত জানায়, তবে এখনো সরকার পেলোসির সফর সম্পর্কে ‘সুনির্দিষ্ট কোনো তথ্য’ পায়নি।
তাইওয়ান ইস্যুতে আমেরিকা ও চীনের সম্পর্কে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। দেশটি বহুবার আভাস দিচ্ছে, প্রয়োজনে বলপ্রয়োগ করে তাইওয়ানকে সংযুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *