যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের আদলে ডামি বানিয়েছে চীন
Share Now..
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর আদলে ডামি জাহাজ বানিয়েছে চীন। মিসাইল টার্গেট প্র্যাকটিসের জন্যই এ কাজ করেছে তারা। জিনজিয়াং প্রদেশের মরুভূমিতে বানানো হয়েছে এগুলো। সোমবার (৮ নভেম্বর) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট ছবিতে একটি পূর্ণাঙ্গ রণতরীর আউটলাইন দেখা গেছে। একইসঙ্গে আরলেহ বুর্ক ক্লাসের দুইটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারও ছবিতে এসেছে।
জানা গেছে, জাহাজ আকৃতির টার্গেটগুলো বসানো হয় ছয় মিটার চওড়া রেলওয়ে ট্র্যাকের ওপর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাস্তবে জাহাজ স্থির দাঁড়িয়ে থাকবে না, তাই রেলওয়ে ট্র্যাকের ওপর বসিয়ে সেগুলো নড়ানো হচ্ছে।