যুক্তরাষ্ট্রের ৭০ হলে ‘পরান’

Share Now..


গত ঈদুল আজহায় রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরান’। টানা দুই মাস ‘পরান’ প্রেক্ষাগৃহে সফলভাবে দর্শক রেখেছিল। ছবিটি দেখতে এখনও প্রেক্ষাগৃহে ছুটছে দর্শক। এছাড়া বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রায় ৭০টি সিনেমা হলে চলবে সিনেমাটি। এরই মধ্যে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে জানিয়েছে পরিবেশক সংস্থা।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেন্সিলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া,ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো, মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া’র প্রেক্ষাগৃহগুলোতে ২৩ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ‘পরাণ’।যুক্তরাষ্ট্রে ‘পরান’ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, ‘পরান ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ছবিটি নিয়ে আমরা দারুন আশাবাদী।’‘পরাণ’ ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

One thought on “যুক্তরাষ্ট্রের ৭০ হলে ‘পরান’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *