যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনার সংক্রমণ

Share Now..


এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে শনাক্ত ১ লাখ ২০ হাজারের বেশি। এক মাসের মধ্যে দেশটিতে শনাক্তের হার বেড়েছে ৫ গুণ। এবার টিকার বুস্টার ডোজ দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। জার্মানি, ফ্রান্স, ইসরায়েলের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা নাগরিকদের টিকার বুস্টার ডোজ দেয়ার কথা জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। এদিকে, সিনোভ্যাকের টিকা গ্রহীতাদের বুস্টার ডোজ দেয়ার ঘোষণা দিয়েছে চিলি। টিকার ২য় ডোজ নেয়ার ছয় মাস পরও ৯৩ শতাংশ কার্যকারিতা থাকার কথা জানিয়েছেন মডার্না। এদিকে, বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। প্রাণ গেছে ১ হাজার ৭শ’র বেশি মানুষের। বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১০ হাজার ২শর বেশি। একদিনে শনাক্ত ৭ লাখের বেশি। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *