যুক্তরাষ্ট্রে টর্নেডোর হানা, নিহত ৬

Share Now..

টর্নেডো ও বৈরী আবহাওয়ায় শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্য লন্ডভন্ড হয়েছে। ঘরবাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত ও ব্ল্যাকআউট হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ছয়জন মারা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যের রাজধানী ন্যাশভিলের উত্তর উপশহরে তিনজনের মৃত্যু হয়েছে।

ন্যাশভিল অফিস অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে। ছবিতে ভেঙ্গে পড়া গাছ ও ভাঙা ঘর দেখা গেছে।

রাজ্যের উত্তরাঞ্চলের ক্লার্কসভিলে একটি টর্নেডো আঘাত হানে, সেখানেও প্রাণহানি ঘটে।

মন্টগোমারি কাউন্টি সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করতে পারি যে তিনজন মারা গেছে, দুজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু। আরও ২৩ জন হাসপাতালে চিকিত্সাধীন।

এখনও এই বিপর্যয়ের অনুসন্ধান এবং উদ্ধার চলছে। একটি ট্র্যাকিং সাইট অনুযায়ী, রাজ্যটিতে প্রায় ৮৬ হাজার গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের শিকার।

খবরের ছবিতে দেখা গেছে, প্রচণ্ড বাতাসে ঘরবাড়ির সারি, ভেঙে পড়া গাছ, উল্টে যাওয়া যানবাহন ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *