যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন দুর্ঘটনা, নিহত ৫
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকার্কে গরম বাতাসের একটি বেলুন বিদ্যুৎ লাইনের সঙ্গে আঘাত হেনেছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
শহরের পুলিশ বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঝুড়িতে যাত্রী নিয়ে বেলুনটি বিচ্ছিন্নভাবে উড়ছিল এবং বিধ্বস্ত হয়ে যায়। বেলুনটি পুরো বিশৃঙ্খল অবস্থায় মাটিতে পড়ে।
ই ঘটনায় আশপাশের অঞ্চলের প্রায় ১৩ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
নিহতদের মধ্যে পাইলটসহ দুইজন পুরুষ ও দুইজন নারী ছিলেন। তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফেডারাল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, ঝুড়িটি প্রায় ১০০ ফুট (৩০ মিটার) উপর থেকে নিচে পড়ে এবং আগুন ধরার আগে রাস্তায় বিধ্বস্ত হয়ে যায়।