যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন বিধ্বস্তে নিহত ৪

Share Now..

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে একটি হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়েছে। এতে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। রোববার (১৪ জানুয়ারি) অঙ্গরাজ্যটির ইলয় শহরের মরুভূমিতে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘কুবিসেক বিবি ৮৫ জেড’ নামের বেলুনটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অঙ্গরাজ্যটির এলয় পুলিশ বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত চলছে। তারা এজন্য জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ করছেন। 

ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘কুবিসেক বিবি ৮৫ জেড’ নামের বেলুনটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনটিএসবি জানিয়েছে, ঘটনাস্থলে প্রাথমিক পরিদর্শনে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। বেলুন ও এর ঝুড়ি অনেকটাই অক্ষত ছিল। বিষয়টি খতিয়ে দেখার জন্য ফ্লাইটের তথ্য থাকা বৈদ্যুতিক যন্ত্র ও একটি ভিডিও ক্যামেরা ওয়াশিংটনে এনটিএসবির সদর দপ্তরে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *