যুগের তাগিদে বইয়ের ডিজিটাল ভার্সন জরুরি: প্রধানমন্ত্রী

Share Now..


অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগের তাগিদে বইয়ের ডিজিটাল ভার্সনও জরুরি। বাংলা সাহিত্যের সব বই অনুবাদের ব্যবস্থা করতে হবে বলেন তিনি। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করতে হবে কারণ তারা যেন মাদকে না জড়ায়। সরকার অর্থনীতির পাশাপাশা সাংস্কৃতিক বিকাশেও কাজ করছে। বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌছে দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, খাদ্য-কৃষিতে ভর্তুকি দিলেও গ্যাস-বিদ্যুতে দিয়ে বিত্তবানদে সুবিধা দেওয়া হবে না।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ক্ষমতায় যেতে চাইলে নির্বাচনে আসতে হবে। জনগণই সিদ্ধান্ত নেবে কে দায়িত্বে থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *