যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের তাণ্ডব, দুই মাসে ৮৩ জনকে হত্যা
গত ২৭ নভেম্বর লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়েহু সরকার। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই মাসে অন্তত ৮৩ জনকে হত্যা করেছে ইসরায়েল।
মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, হামলায় বহু মানষ আহত এবং বাস্তুচ্যুত হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজেদের গ্রামগুলোতে ফেরার চেষ্টা করলে অন্তত ২২৮ জন ইসরায়েলি হামলায় আহত হন। ২০২৩ সালের ৮ অক্টোবর সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ২০২৪ সালের ২৬ নভেম্বর পর্যন্ত লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনী অন্তত ৩ হাজার ৯৬১ জনকে হত্যা করেছে। এছাড়া অন্তত ১৬ হাজার ৫২০ জন আহত হয়।
যুদ্ধবিরতির সময় যেদিন দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা ছিল, সেদিনও ইসরায়েলি সেনাবাহিনী ছয় নারীসহ কমপক্ষে ২৪ জনকে গুলি করে হত্যা করে। আহত হয় ১৩৪ জন, যাদের মধ্যে ১৪ জন নারী ও ১২ জন শিশু। এর পরদিনও অন্তত দু’জনকে গুলি করে হত্যা এবং ১৭ জনকে আহত করে ইসরায়েলি বাহিনী।
কী চুক্তি হয়েছে যুদ্ধবিরতিতে?
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল। আর লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে লিতানি নদীর উত্তরে চলে যাওয়ার কথা ছিল হিজবুল্লাহর।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে ইসরায়েলের লক্ষ্য ছিল দক্ষিণ লেবানন থেকে তার বাহিনী ‘ধীরে ধীরে প্রত্যাহার’ করা এবং ওই অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা।
একবার ইসরায়েলি সামরিক বাহিনী বেরিয়ে গেলে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউএনআইএফআইএল) সঙ্গে শান্তিরক্ষীরা প্রবেশ করবে। তারপরে যাবে লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ)।
যুদ্ধবিরতির আওতায় লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও হিজবুল্লাহ সীমান্ত থেকে পর্যাপ্ত সরে যায়নি বলে অভিযোগ তোলে ইসরায়েল। নেতানিয়াহু সরকার জানিয়েছে, তার বাহিনী নির্ধারিত সময়সীমার পরেও দক্ষিণ লেবাননে থাকবে। তবে লেবানন এই দাবি অস্বীকার করেছে এবং ইসরায়েলকে সময়সীমা ও যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে।
Hello there! Would you mind if I share your blog with my facebook group?
There’s a lot of people that I think would really appreciate your content.
Please let me know. Thanks
Feel free to surf to my web site: ข่าวคริปโตล่าสุด
top farmacia online: farmacia online piГ№ conveniente – Farmacia online miglior prezzo
Farmacia online piГ№ conveniente
Рекомендуем проверенных хакеров, и их услуги – Взломать сайт
Рекомендуем проверенных хакеров, и их услуги – Взломать пк через интернет
Рекомендуем проверенных хакеров, и их услуги – Реальные хакеры
Рекомендуем проверенных хакеров, и их услуги – Удаленный доступ