যুদ্ধাপরাধ মামলায় কারাবন্দি বিএনপি নেতার মৃ*ত্যু
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার এক বিএনপি নেতার কারাবন্দি অবস্থায় মৃত্যু হয়েছে। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি এস এম মহাসিন-উল-মুলক (৬৮) শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মহাসিন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। শ্যামনগর থানায় হওয়া যুদ্ধাপরাধের মামলায় গত বছর গ্রেপ্তার হন তিনি। মহাসিন উপজেলার ঈশ্বরীপুর এলাকার প্রয়াত এস এম বরকত উল্যাহর ছেলে।
গত বছরের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ মহাসিনসহ চারজনকে যুদ্ধাপরাধের একটি মামলায় গ্রেপ্তার করে।
মামলার অভিযোগ, ১৯৭১ সালের ১০ অক্টোবর শ্রীফলকাটি গ্রামে সুরেন্দ্র নাথ মণ্ডলকে গুলি করে হত্যা করেন মহাসিনসহ অন্য আসামিরা। ওই ঘটনায় নিহতের মেয়ে চন্দনা রানী মন্ডল (টুকু) ২০০৯ সালের ২৬ এপ্রিল সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম আদালতে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) সুবাস কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘মৃত মহাসিন যুদ্ধাপরাধের মামলায় বন্দি ছিলেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।’
Enter a realm of fantasy and magic – the adventure begins here! Lucky cola
Join the battle and dominate in our online games! Lucky Cola