‘যুদ্ধে যোগদানে বিদেশ থেকে এসেছেন ৬৬ হাজার ইউক্রেনীয়’
Share Now..
রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে বিদেশে থাকা ৬৬ হাজার ২২৪ জন ইউক্রেনীয় ইউক্রেনে এসেছেন। শনিবার (৫ মার্চ) ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এই মন্তব্য করেছেন।
এক অনলাইন পোস্টে রেজনিকভ বলেন, ‘দেশকে রক্ষা করতে এই মুহূর্তে বিদেশ থেকে অনেক পুরুষ ফিরে এসেছেন। ইউক্রেনীয়, আমরা অজেয়।’
এদিকে সর্বশেষ ইউক্রেনে দখলকৃত দুই শহর মারিউপোল ও ভলনোভাখায় আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। আজ শনিবার (৫ মার্চ) দেওয়া এক ঘোষণায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে যেন মানবিক করিডোর বের হতে পারে, সে জন্য এ সিদ্ধান্ত।