যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

Share Now..


যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর তাস

সিএনএন টাউন হলে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, আমি জয়-পরাজয় নিয়ে ভাবি না। আমি মনে করি, সমস্যা নিষ্পত্তি করার মাধ্যমে আমরা যুদ্ধে মানুষ হত্যা বন্ধ করতে পারি।

প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে সংঘাত সমাধান করবেন জানিয়ে ট্রাম্প বলেন, আমি চাই রুশ ও ইউক্রেনীয়দের মৃত্যুর মিছিল বন্ধ হোক। আমি ২৪ ঘণ্টার মধ্যে এটি নিস্পত্তি করবো।

ট্রাম্প পুতিনকে ‘খুব স্মার্ট’ মনে করেন বলেও জানিয়েছেন। তবে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে পুতিন ভুল করেছেন বলেও মনে করেন তিনি।
তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করার সময় এখন নয়। আপনি যদি বলেন তিনি (পুতিন) একজন যুদ্ধাপরাধী, তাহলে সংঘাত বন্ধ করার জন্য একটি চুক্তি করা অনেক কঠিন হবে। পুতিন যুদ্ধাপরাধী কিনা, তা পরে আলোচনা করা উচিত।

3 thoughts on “যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *