যে কারণে ওয়ানডে র্যাংকিং থেকেও সাকিবের নাম সরালো আইসিসি
ক্রিকেটের সব ফরম্যাটের অলরাউন্ডার তালিকায় ওপরের দিকে নাম থাকতো সাকিব আল হাসানের। তবে সম্প্রতি টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় সেখান থেকে এই টাইগার অলরাউন্ডারের নাম সরিয়ে নেয় আইসিসি।
টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও তা এখনো স্পষ্ট নয়। এ দিকে ওয়ানডে র্যাংকিং থেকে সাকিবের নাম সরিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে আইসিসি। কারণ ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখনো খেলে চলছেন এই সাকিব। তাই আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের র্যাংকিংয়ের তালিকায় সাকিবের নাম দেখতে না পেয়ে অবাক হয়েছেন অনেকে। তবে নিজেদের নিয়মের কারণেই সাকিবের নাম সরিয়ে নিয়েছে আইসিসি। এক বছর কোনো ম্যাচ না খেললে আইসিসির তালিকা থেকে সরিয়ে ফেলা হয় নাম। এই নিয়মেই ওয়ানডের র্যাংকিং থেকে সাকিবের নাম সরিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২০২৩ সালের ৬ নভেম্বরের পর দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে আর খেলেননি সাকিব।
বিশ্বকাপে বহুল আলোচিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই ছিল দেশের জার্সিতে সাকিবের খেলা শেষ ওয়ানডে। সেই ম্যাচটায় সাকিব ছিলেন অধিনায়ক। টাইমড আউটের আলোড়ন তোলা ঘটনাও হয়েছিল সেদিন। আবার সাকিব ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। বিশ্বকাপের শেষ ম্যাচটা বাংলাদেশের খেলা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেটায় ছিলেন না এই টাইগার অলরাউন্ডার। এরপর বাংলাদেশ দুইটি সিরিজ খেললেও সাকিব ছিলেন না স্কোয়াডে।
Challenge accepted Join the action and prove your worth Lucky Cola