যৌথ বাহিনীর অভিযানে ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রæয়ারি) সাড়ে ৫ টার সময় ঝিনাইদহ সদর উপজেলার কোরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের মেহগনি বাগান থেকে আরজেএসএম ৩৬ মডেলের একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। দিনভর যৌথবাহীনির অভিযান শেষে উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডটি সেনাবাহিনীর বিশেষ দল নিস্ক্রিয় করেন। জানা যায়, সকাল থেকে ওই এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানের এক পর্যায়ে যশোর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর বিশেষ দল তল্লাশি চালাতে থাকেন। পরে স্থানীয় ইরাদ আলীর ছেলে কালা মিয়ার বাগান থেকে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। যৌথবাহিনীর অভিযানে সেনাবাহীনি, র‌্যাব, পুলিশ, এনএসআই, ডিজিএফআই এর সম্মিলিত প্রচেষ্টায় অভিযানটি শেষ করা হয়। স্থানীয়, শেখ হৃদয় আহমেদ জানান, সকাল ৭ টা থেকে পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদশা, মিরাজুল এর বাগানে এ অভিযান চালাতে থাকেন যৌথবাহীনী। দিন শেষে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। পরে সেনাবাহিনীর বিশেষ দল বোমাটি নিস্ক্রিয় করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, যৌথবাহিনী একটি দল অভিযান পরিচালনা করে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। পরে সেটি সেনাবাহিনীর বিশেষ দল গ্রেনেডটি নিস্ক্রিয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *