যৌন নির্যাতনের অভিযোগে মার্কিন র‍্যাপার গ্রেপ্তার

Share Now..

যৌন নির্যাতন ও নারী পাচারের অভিযোগে প্রভাবশালী মার্কিন র‍্যাপার ও সংগীত প্রযোজক শন কম্বসকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ম্যানহ্যাটন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। শন কম্বস ভক্ত-অনুসারীদের কাছে ‘ডিডি’ নামে পরিচিত।

ফেডারেল এজেন্টরা গ্রেপ্তার করেছেন ৫৪ বছর বয়সী এই র‍্যাপারকে। খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট।গত বছরের নভেম্বরে যৌনকর্মে ব্যবহারের উদ্দেশ্যে নারী পাচারের অভিযোগ ওঠে শনের বিরুদ্ধে। সে সময় তার বিরুদ্ধে ১০টি যৌন নির্যাতনের অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, শন নারীদের নৃশংস যৌন নির্যাতন করতেন। অভিযোগ করা হয়, তিনি মাদক ব্যবহারের মাধ্যমে নারীদের যৌন নির্যাতনের শিকার হতে বাধ্য করতেন, যা নিয়ে তোলপাড় শুরু হয় সংগীত দুনিয়ায়। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই র‍্যাপারকে গ্রেপ্তার করেছে হোমল্যান্ড সিকিউরিটি।

এএফপিকে পাঠানো এক বিবৃতিতে শনের আইনজীবী মার্ক আঙ্গিফিলো বলেন, ‘তিনি (শন) তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। তার কিছুই লুকানোর নেই।’

তিনবার গ্র্যামী পুরস্কারজয়ী শন কম্বসকে এই সময়ের অন্যতম সফল র‍্যাপার ও সংগীত প্রযোজক মনে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *