যৌন নির্যাতনের দায় নিয়ে বিমান বাহিনী প্রধানের পদত্যাগ

Share Now..

বিমান বাহিনীর মাস্টার সার্জেন্টের বিরুদ্ধে এক নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর প্রধান লি সিয়ং ইয়ং। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়। গত মার্চে দেশটির বিমান বাহিনীর এক নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এক মাস্টার সার্জেন্টের বিরুদ্ধে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙ্গে পরে সেই নারী আত্মহত্যা করেন। এরপর সেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। জেনারেল লি বলেন, আমি নিহতের প্রতি গভীর সমবেদনা জানাই এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।” শুক্রবার দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন তাৎক্ষনিক জেনারেল লি’র পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব। একারণে, গত সেপ্টেম্বরে নিয়োগ পাওয়া জেনারেল লি দেশটিতে সবচেয়ে কম সময়ের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেন। নির্যাতনের শিকার ওই নারীর পরিবারের পক্ষ থেকে বাহিনীর তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনলে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এ ঘটনায় তদন্তের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *