রংপুরে বিএনপির মহাসমাবেশের একদিন পর আওয়ামী লীগের শোডাউন

Share Now..


গতকাল শনিবার বিএনপির বিভাগীয় মহাসমাবেশের একদিন পর রবিবার নৌকা প্রতীক নিয়ে শতাধিক ট্রাকে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী রংপুর মহানগরীতে শোডাউন করেছেন। আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল নেতাকর্মীদের নিয়ে এই ট্রাক মিছিল করেন।রবিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রংপুর জিলা স্কুল মাঠ থেকে শুরু হওয়া ট্রাক মিছিলটি রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিল শুরুর আগে তুষার কান্তি মণ্ডল বলেন, ‘শনিবার বিএনপির সমাবেশ ফ্লপ করেছে। ১০ কোটি টাকা খরচ করেও তারা কালেক্টরেট ঈদগাহ মাঠ নেতাকর্মী দিয়ে পূর্ণ করতে পারেনি। প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা শুরুর আগেই সমাবেশে বেশির ভাগ নেতাকর্মী সভাস্থল ত্যাগ করেছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ। তিনি রংপুরের যে উন্নয়ন করেছেন তা বিগত দুশো বছরেও কেউ করতে পারেনি। তিনি রংপুর পৌরসভাকে সিটি করপোরেশন, রংপুরকে বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নির্মাণসহ অনেক উন্নয়ন করেছেন। সে কারণে রংপুরে বিএনপি আর জাতীয় পার্টির প্রতি মানুষের বিন্দুমাত্র আস্থা নেই।’

One thought on “রংপুরে বিএনপির মহাসমাবেশের একদিন পর আওয়ামী লীগের শোডাউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *