রক্তপাত এড়াতে পুতিনকে প্রতি পিছু হটার আহ্বান বরিসের
Share Now..
ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে রক্তপাত এড়াতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পিছু হটার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিট সূত্রে শুক্রবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি সপ্তাহে পুতিনের সঙ্গে কথা বলবেন বরিস বলে জানা গেছে।
এক নারী মুখপাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রীর রক্তপাত এড়ানোর দৃঢ়সংকল্পের ওপর জোর দিয়ে বলেন, পুতিনের সঙ্গে কথা বলার সময়ে জনসন রাশিয়ার পিছু হটা এবং আলোচনায় ফিরে আসার প্রয়োজনীয়তার কথা পূনর্ব্যক্ত করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।