রক্ত দিতে গিয়ে নাদিয়ার প্রেমে পড়েন শিবলী
Share Now..
বগুড়ার ছেলে আন্দালিব চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় আসে। হঠাৎ ফেসবুকে রক্ত চেয়ে আবেদন দেখে সে রক্তদান করতে হাসপাতালে চলে যায়। সেখানে যে মেয়েকে রক্ত দেয়, তার প্রেমে পড়ে যায় আন্দালিব! বগুড়ায় ফিরে সেই মেয়ে লুবনা রহমানকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আন্দালিব। জানায়, সে তার ব্লাডমেট!
এমন প্রেমময় গল্পে তৈরি হলো ঈদের নাটক ‘যদি জানতে’। সুস্ময় সুমনের রচনা এটি পরিচালনা করেছেন দীপু হাজরা।
যদি জানতে’ নাটকে অভিনয় করেছেন শিবলী নোমান, নাদিয়া আফরিন মিম, সাজজাদ রেজা, আদ্রিকা আনি, সুমাইয়া সিনহা, এআর পিয়াস প্রমুখ।ঈদের ৬ষ্ঠ দিন রাতে আইপিএল খেলার পর প্রচার হবে নাটকটি।