রণবীরকে ছাড়ার বিষয়ে ক্যাটরিনাকে আগেই সাবধান করেছিলেন ইমরান হাশমি!

Share Now..

দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৬-তে আলাদা হয়েছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। ভক্তরা অখুশী হলেও পরবর্তী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। ক্যাটরিনা এখন ভিকি কৌশলকে নিয়ে সুখী। রণবীর সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে জুঁটি বেঁধেছেন।

তবে বলিউড পাড়ায় গুঞ্জন আছে আলিয়া ভাটের চাচাত ভাই ইমরান হাসমিই নাকি ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন রণবীরকে ছেড়ে আসার জন্য। করণ জোহরের চ্যাট শোতে ইমরানকে জিজ্ঞেস করা হয়েছিল- রণবীর এবং ক্যাটরিনাকে তিনি কী পরামর্শ দিতে চান? ‘মার্ডার’এর নায়ক রণবীরকে পরামর্শ দেন, ‘মহিলাদের নিয়ে খেলা বন্ধ করো।’ আর ক্যাটরিনার উদ্দেশ্যে বলেন, ‘রণবীরকে ছাড়ো।’
রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফকে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ‘জগ্গা জাসুস’-এ। তারপরই দুজনের পথ আলাদা হয়ে যায়। ছবিটিও বক্স অফিসে সেভাবে আলোড়ন ফেলতে পারেনি। তবে বিচ্ছেদের পরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রণবীর এবং ক্যাট। আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *