রফিকুলের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

Share Now..

\ প্রেস বিজ্ঞপ্তি \
জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এর স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে জানানো হয়েছে যে, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঝিনাইদহ জেলা সদস্য রফিকুল ইসলামকে গত ৭ জুলাই কালীগঞ্জ থানা পুলিশ ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার করে এবং ৯ই জুলাই আদালতে সোপর্দ করে। ৪৮ ঘন্টা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার উপর অমানবিকভাবে দৈহিক নির্যাতন চালানো হয়। ফলে সে গুরুতর অসুস্থ হয়ে কারা কর্তৃপক্ষের অধিনে চিকিৎসাধীন থাকে। গত ১১ জুলাই তাকে আদালতে আনা হলে সে আদালতের কাঠগড়ায় সংঙ্গা হারায়। এ অবস্থায় পুলিশ প্রহরায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঝিনাইদহ জেলা শাখার এক অধিবেশনে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এবং রফিকুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছে। ফ্রন্টের জেলা বৈঠকে এক সিদ্ধান্তে উল্লেখ করা হয় যে, সরকার যখন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে তখন রফিকুলকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও নির্যাতন সরকারের উল্লেখিত নীতিকে প্রশ্নবিদ্ধ করে। রফিকুল একজন শিক্ষিত চাষী ও একটি বেসরকারী স্কুলের পরিচালক। সংগঠনের জেলা শাখার পক্ষ থেকে উল্লেখ করা হয় যে, পুলিশের নির্যাতনে যদি রফিকুলের মৃত্যু হয় তাহলে পুলিশ কর্তৃপক্ষ দায়ী হবেন। জেলা বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, নিরীহ কৃষক রফিকুলের নিঃশর্ত মুক্তি ও আলমগীরের হত্যার প্রকৃত আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে হত্যাকান্ডের মামলাটি (মামলা নং কালী-জি,আর-১২৭/২০২৪) নিরপেক্ষ তদন্তের স্বার্থে পি,বি,আই এর উপর হস্তান্তরের দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *