রবিউলের নামে ইন্টারপোলের রেড নোটিস

Share Now..


পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)।শুক্রবার (২৩ মার্চ) ইন্টারপোল ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় রবিউল ইসলামের ছবিসহ নাম দেখা গেছে। এর সঙ্গে তার জন্মস্থান, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা ও অভিযোগের তথ্য রয়েছে।

রেড নোটিশে রবিউল ইসলামের বয়স ৩৫, জাতীয়তা বাংলাদেশি, জন্মস্থান বাগেরহাট এবং অভিযোগ হিসেবে দেখানো হয়েছে হত্যা।

২০১৮ সালের ৭ জুলাই পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যার আসামি হওয়ার পর দেশ থেকে পালিয়ে যান রবিউল ইসলাম। প্রথমে ভারতে গিয়ে আরাভ খান নামে পাসপোর্ট নিয়ে দুবাইয়ে যান তিনি। সেখানে এখন বড় স্বর্ণ ব্যবসায়ী হয়ে উঠেছেন এই পলাতক আসামি।
গত ১৫ মার্চ দুবাইয়ের নিউ গোল্ড সুকে জমকালো অনুষ্ঠানে আরাভ জুয়েলার্স নামে একটি গয়নার দোকানের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদনজগতের অনেক তারকাকে হাজির করে গণমাধ্যমের আলোচনায় উঠে আসেন রবিউল ইসলাম। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তার বাবা একজন ভাঙারি ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *