রাকার ‘কমলে কামিনী’ জয়া!
Share Now..
প্রস্ফুটিত পদ্মের মেলা। ঠিক যেন দেবী চণ্ডীর প্রতিনিধি। খোলা চুল হাওয়ায় উড়ছে। দেখা দিয়েছেন দেবীর এক বিশেষ রূপ হয়ে। রংতুলিতে আঁকা অভিনেত্রী জয়া আহসান এমন একটি ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রংতুলিতে তাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী রাকা ব্যানার্জি। রাকা ছবিটির নাম দিয়েছেন ‘কমলে কামিনী’। জয়ার পরিচয় হিসেবে ক্যাপশনে রাকা লিখেছেন, ‘খুব প্রিয় একজন বাঙালি অভিনেত্রী। দুই বাংলা মিশে আছে যার নামে জয়া আহসান।’
সম্প্রতি ঘোষিত ২০২০-২১ অর্থ বছরের সরকারি অনুদানের তালিকা প্রযোজক হিসেবে আবারও এসেছে জয়া আহসানের নাম। ‘রইদ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন মেজবাউর রহমান সুমন।
Ready for a thrill Join the game and win big Lucky Cola