রাচিনের সেঞ্চুরিতে রানের পাহাড় নিউজিল্যান্ডের
বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে পাকিস্তানকে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। শনিবার (৪ নভেম্বর) ব্যাঙ্গালুরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৫০ ওভার ৬ উইকেট হারিয়ে ৪০১ রানের বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকে পাকিস্তান বোলারদের উপর চড়াও হয় নিউজিল্যান্ডের দুই ওপেনার। দুই জনে করেন ৬৮ রানের জুটি। দলীয় ৬৮ রানে ৩৯ বলে ৩৫ রান করে আউট হন ডেভন কনওয়ে।
এরপর ক্রিজে আসা অধিনায়ক কেন উইলিয়ামস নিয়ে সাবলিল ব্যাটিং করে ৮৮ বলে নিজের শতক তুলে নেন রাচিন রবীন্দ্র। দুই জনে করেন ১৮০ রানের জুটি। দলীয় ২৪৮ রানে ৭৯ বলে ৯৫ রানের বলে আউট হন অধিনায়ক কেন উইলিয়ামস।
তার বিদায়ের পর দ্রুত ফিরে যান রাচিন রবীন্দ্র। দলীয় ২৬১ রানে ৯৪ বলে ১০৮ রানে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন মার্ক চ্যাপম্যান। তাকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন ড্যারিল মিচেল।
দলীয় ৩১৮ রানে ১৮ বলে ২৯ রানে আউট হন তিনি। এরপর ক্রিজে আসে গ্লেন ফিলিপস। তাকে ২৭ রানের জুটি গড়েন মার্ক চ্যাপম্যান। দলীয় ৩৪৫ রানে ২৭ বলে ৩৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করে কিউইরা। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম নেন ৩টি উইকেট।