রাজধানীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা, বাঁচাতে এসে আহত বড় ভাই
Share Now..
রাজধানীর তেজগাঁওয়ে ছুরিকাঘাতে ওলিউল্লাহ রনি (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই রফিক মিয়া (৩১) আহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওলিউল্লাহ রনি পরিবারের সঙ্গে শিয়া মসজিদের ঢাল এলাকায় নিজেদের বাড়িতে বাস করতেন। রাতে পূর্বশত্রুতার জেরে মোরশেদ নামের এক যুবক রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছোট ভাইকে বাঁচাতে রফিক এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, রাত সাড়ে ৩টার দিকে তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। মাদকসেবনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। চারজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোরশেদ পালিয়েছে।