রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

Share Now..


রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নগরীর নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবু হায়দার ও কনস্টেবল আহাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াত-শিবিরের ওই মিছিলের নেতৃত্ব ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল। মিছিলটি জামায়াতের হলেও এতে ছাত্রশিবিরের শতাধিক নেতা-কর্মী যোগ দেয়। মিছিলটি নগরীর দড়িখরবোনার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এরপর মিছিলকারীরা রেলক্রসিং পার হয়ে উপশহর নিউমার্কেটের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দেয় পুলিশ। এ সময় তাদের ইটপাটকেল নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহত হন।

এমাজ উদ্দিন মন্ডল সাংবাদিকদের জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানকে নিজ বাসা পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। দলীয় আমিরকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা মিছিল ও সমাবেশ করেছেন। তাদের মিছিল থেকে কোনো হামলার ঘটনা ঘটেনি। বরং তাদের নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘মিছিল করার জন্য জামায়াত-শিবিরের কোনো অনুমতি ছিল না। তারা ঝটিকা মিছিল বের করেছিল। খবর পেয়ে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গিয়ে জামায়াত-শিবিরের ইটপাটকেল হামলার শিকার হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতির পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

One thought on “রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *