রাজশাহীতে বাসচাপায় ৪ জনের মৃত্যু
রাজশাহীর নতুন কসবা এলাকায় বাসচাপায় ৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
এর আগে সোমবার সন্ধ্যার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের নতুন কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন ২ জন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুই জন। সবমিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।
নিহতরা হলেন- মো. ইব্রাহিম, মো. মারুফ, গোদাগাড়ী উপজেলার তানভীর ফেরদৌস ও সাব্বির রহমান। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস নতুন কসবা এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে আহত হন সাতজন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে মধ্য রাতে আরও দুজন মারা যান।
রাজশাহী নগর পুলিশের দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত আটোচালক ইব্রাহিমের ভাই ইসরাফিল বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় বাসটি আটক থাকলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।