রাতের আঁধারে অবৈধভাবে কপোতাক্ষ নদের মাটি চুরি ৮টি ট্রাক্টর জব্দ

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে কপোতাক্ষ নদের খননকৃত মাটি অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ৮টি ট্রাক্টর আটক করেছে মহেশপুর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, মহেশপুর শহরের কোল ঘেষে বয়ে যাওয়া কপোতাক্ষ নদটি খননের কাজ চলছে। খননকৃত মাটি দু’পাড়ে জমা করা হচ্ছে। ওই মাটি একটি সিন্ডিকেট শনিবার রাতের আঁধারে গোয়ালহুদা গ্রামের আজব আলী নিয়ে যাচ্ছিল। মাটি নিয়ে যাওয়ার সময় যোগিহুদা গ্রামের রাস্তার পাশে সুরুজ মিয়ার ছেলে বাচ্চু মিয়ার টিনের ঘর তছনছ করে। এ সময় ভুক্তভোগী মহেশপুর থানায় ফোন দিলে পুলিশ গাড়িগুলি জব্দ করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি সেলিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যোগিহুদা গ্রামের মানুষ মাটি চুরির অভিযোগ দিলে গাড়িগুলি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য একটি সূত্র থেকে জানা গেছে, স্থানীয় একটি চক্র নদীর পাড়ে খননের পর জমা রাখা মাটি ট্রাকে করে বিক্রি করে দিচ্ছে। এই মাটি বিভিন্ন ভাটায় বিক্রি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *