রাত পোহালেই কয়রা উপজেলা পরিষদ নির্বাচন
\ কয়রা প্রতিনিধি, খুলনা \
গত ২৯ মে কয়রা উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে সেটি স্থগিত করে পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হয়। আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে কয়রা উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছে তিন জন মোটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছে জী, এম, মহসীন রেজা, আনারস প্রতিক নিয়ে আলহাজ্ব এস,এম শফিকুল ইসলাম ও ঘোড়া প্রতিক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছে এ্যাডঃ অনাদি সানা। (পুরুষ) ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৯ জন, (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৩ জন। গত কয়েক দিন কয়রা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনের আমেজ তাদের মাঝে খুব একটা দেখা না গেলও। তারা বলছে নির্বাচন সুষ্ঠ হলে আমরা ভোট দিতে যাবো। প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে নির্বাচন সুষ্ঠ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেবেন ১লাখ ৭৮হাজার ৫৩৬ জন ভোটার। কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) তরিক-উজ-জামান বলেন নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন ঘিরে পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজেপি ও আনসার ভিডিপি মোতায়েন করা হবে।