রানওয়েতে ছিটকে পড়ে দ্বিখণ্ডিত বিমান
জরুরি অবতরণের সময় একটি কার্গো বিমান দুর্ঘটনার কবলে পড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ এপ্রিল)
কোস্টারিকার সান জোসে আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, জার্মান লজিস্টিক জায়ান্ট ডিএইচএল-এর হলুদ প্লেনটি অবতরণ করার সময় ধোঁয়া বের হচ্ছিল। এসময় প্লেনটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং দ্বিখণ্ডিত হয়ে যায়।
কোস্টারিকার দমকল বাহিনীর প্রধান হেক্টর শ্যাভেস জানান, এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। প্লেনে থাকা দুই ক্রু ভালো আছেন।
সান জোসের বাইরে জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করা বোয়িং-৭৫৭ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে ২৫ মিনিট পরে জরুরি অবতরণের জন্য ফিরে আসতে বাধ্য হয়। এর কিছুক্ষণ পরেই ঘটে এ ঘটনা। দুর্ঘটনার পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ছিল আন্তর্জাতিক বিমানবন্দরটি।