‘রাশিয়ান গ্যাস-তেলের ওপর নিষেধাজ্ঞা দেবে না ইইউ’
Share Now..
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার গ্যাস বা তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না বলে জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলন চলছে। এর মধ্যেই ভিডিও বার্তায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি একটি অনুকূল উপায়ে নিষ্পত্তি করা হয়েছে। গ্যাস বা তেলের ওপর প্রযোজ্য নিষেধাজ্ঞা থাকবে না। তাই নিকট ভবিষ্যতে হাঙ্গেরির শক্তি সরবরাহ নিরাপদ।’
বিশ্বের মোট ৪৮টি দেশ রাশিয়ার অপোরিশোধিত তেল সরবরাহ করে থাকে। ২০১৯ সালের হিসেবে, রাশিয়া হলো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অপোরিশোধিত তেল সরবরাহকারী দেশ। শীর্ষে সৌদি আরব