রাশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৮,৯৫৫ জন

Share Now..


রাশিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৭ জন। প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৫ জন।

বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে থেকে জানা যায়, ফেডারেল এন্টি ক্রাইসিস সেন্টার শনিবার (৮ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানিয়েছে। একদিন আগে আক্রান্তের সংখ্যা ছিলো ৮ হাজার ৯১৫ জন। মারা গিয়েছিলো ৩৮ জন।

দেশটিতে করোনা মহামারি শুরুর পর থেকে ২ কোটি ২৭ লাখ ছয় হাজার ৯৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিন লাখ ৯৭ হাজার ৫৩৪ জন।

গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৯৫৬ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দুই কোটি ২০ লাখ ৮০ হাজার ৯৪৯ জন।
রাজধানী মস্কোতে গত ২৪ ঘন্টায় এক হাজার ৩১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আট জন। সূত্র: বাসস

One thought on “রাশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৮,৯৫৫ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *