রাশিয়ার বাল্টিক সাগর বন্দরের গ্যাস টার্মিনালে আগুন  

Share Now..

রাশিয়ার বাল্টিক সাগর বন্দরের উস্ত-লুগায় একটি প্রাকৃতিক গ্যাস টার্মিনালে আগুন লেগেছে। স্থানীয় সময় রোববার ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের আঞ্চলিক গভর্নর।

সেন্ট পিটার্সবার্গ থেকে ১১০ কিলোমিটার (৭০ মাইল) পশ্চিমে এস্তোনিয়ান সীমান্তের কাছে টার্মিনালটি রাশিয়ার বৃহত্তম স্বাধীন প্রাকৃতিক গ্যাস উৎপাদক নোভেটেক পরিচালনা করে।

গভর্নর বলেন, ‘উস্ত-লুগা বন্দরে নোভেটেকের টার্মিনালে আগুনের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে।’ 

লেনিনগ্রাদ ওবলাস্টের গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, এতে একটি রাসায়নিক কমপ্লেক্সে ব্যাপক আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে। 

তিনি বলেন, ‘কিংসেপস্কি জেলায় (যার মধ্যে বন্দরও রয়েছে) একটি উচ্চ সতর্কতা ব্যবস্থা চালু করা হয়েছে।’ 

ড্রোজডেনকো বলেন, রাশিয়ান জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এবং স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তাস নিউজ এজেন্সি এবং অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন লাগার কারণ ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *