‘রাশিয়ার ৫০-৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেন’
ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ৫০ থেকে ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম বলে জানিয়েছেন ইউক্রেনের জেনারেল। শনিবার (৩ সেপ্টেম্বর) এক স্বাক্ষাতকারে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা নিউজ ওয়িক।কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র মেজর জেনারেল মাইকোলা ঝিরনভ বলেন, যতক্ষণ শত্রুর কাছে ক্ষেপণাস্ত্র ও বিমান অস্ত্র থাকবে, ততক্ষণ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি থাকবে।
জেনারেল আরও বলেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ইউনিট গুলি এমনভাবে প্রুস্তুত করা হয়েছে যা রাশিয়ার বিমানকে ৫০ থেকে ৭০ শতাংশ ধংস করতে সক্ষম।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত, আজ আমরা বিমান প্রতিরক্ষা কার্যক্রমের শতভাগ কার্যকারিতা নিশ্চিত করতে পারছি না। ক্ষেপণাস্ত্রগুলো সোভিয়েত সিস্টেম, যেগুলোর ন্যাটো অংশীদার দেশগুলোর বিমান প্রতিরক্ষা সরঞ্জামগুলোর মতো দক্ষতা ও নির্ভরযোগ্যতা নেই।
Gear up for an action-packed gaming experience! Lucky Cola