‘রাশিয়া-ইরান সম্পর্ক বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি’
রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক অংশীদারিত্ব নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের সামরিক সহযোগিতা ইউক্রেনসহ সমগ্র বিশ্বের জন্য হুমকিস্বরূপ। মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবির বরাত দিয়ে এ তথ্য জানায় ওয়াশিংটন পোস্ট।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের নিরাপত্তা মুখপাত্র কিরবি অভিযোগ করে জানান, ইরানের সঙ্গে অস্ত্র উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিতে যাচ্ছে রাশিয়া।যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, ইউক্রেনে সামরিক অভিযানের সময় ইরানের তৈরি কামিকাজে ড্রোন দিয়ে বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া। তবে শুরু থেকেই তেহরান-মস্কোর পক্ষ থেকে এ ধরনের দাবি অস্বীকার করা হয়েছে।
ওয়াশিংটনের দাবি, ইরান ক্ষেপণাস্ত্রসহ ড্রোন সরবরাহ করছে তা স্পষ্ট এবং তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এ প্রসঙ্গে জন কিরবি জানান, ড্রোনের উন্নয়নে ইরান-রাশিয়া অংশীদারিত্ব ইউক্রেন, ইরানের প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ। রাশিয়া ইরানকে হেলিকপ্টার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে জন কিরবি আরও জানান, ইরান রাশিয়ার শীর্ষ সামরিক সমর্থক হয়ে উঠেছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে ইরানি ড্রোন ব্যবহার করছে মস্কো। লাখ লাখ ইউক্রেনীয় জ্বালানি সংকটের সম্মুখীন। ইরানের কর্মকাণ্ডের ফলে ইউক্রেনের সাধারণ মানুষ মারা যাচ্ছেন।
এদিকে জন কিরবির মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি জানান, ইরান রাশিয়ার অন্যতম প্রধান সামরিক সমর্থক হয়ে উঠেছে। তাদের সম্পর্ক বিশ্ব নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
Online games that will keep you on the edge of your seat Lucky Cola