রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি ডিপোতে আগুন

Share Now..

ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহরের এক বৃহৎ জ্বালানি ডিপোতে আগুন জ্বলছে। সোমবার (২৫ এপ্রিল) রুশ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

ইউক্রেন সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরে ব্রায়ানস্কের ট্রান্সনেফ্ট-ব্রায়ানস্ক-দ্রুজবা জ্বালানি ডিপোতে আগুন জ্বলার এ খবর জানানো হয়েছে। মস্কোর সামরিক অভিযানে এই ডিপোকে লজিস্টিক বেইজ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

এদিকে রুশ আগ্রাসনের কারণে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ৫২ লাখ মানুষ। এক প্রতিবেদনে ব্যাংকক পোস্ট জানায়, চলমান যুদ্ধে ইউক্রেন থেকে পালানোর চেষ্টা অব্যাহত রয়েছে। চলতি মাসে পালিয়েছে ১১ লাখের বেশি। তাছাড়া শুধু মার্চেই পালিয়েছে ৩৪ লাখ।

এমন পরিস্থিতির মধ্যে ইউক্রেন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন। স্থানীয় সময় রবিবার (২৪ এপ্রিল) মার্কিন এ সর্বোচ্চ কর্মকর্তারা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফর করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *