রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না তুরস্ক

Share Now..

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম খালিন এ কথা বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

ইব্রাহিম খালিন বলান, তুরস্কের নিজস্ব স্বার্থ বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে। রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য একটি পক্ষ প্রয়োজন। যদি সবাই বিভক্ত হয়ে যায় তাহলে রাশিয়ার সঙ্গে আলোচনা করবে কে? সে লক্ষ্যে আমরা কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না।

তিনি বলেন, আঙ্কারা এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে করে তুরস্কের ক্ষতি হয়। দেশের পর্যটন, প্রাকৃতিক গ্যাস ও কৃষি খাতের কথা বিবেচনায় রেখে আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইনা।

কৃষ্ণসাগরে উত্তেজনা কমাতে মনট্রেক্স চুক্তির কথা উল্লেখ করে এরদোয়ানের মুখপাত্র জানান, কৃষ্ণসাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখছে মনট্রেক্স চুক্তি। এর ব্যবহার করে আমাদের উত্তেজনা কমানোর উদ্যোগ নিতে হবে। কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ প্রবেশ বন্ধে মনট্রেক্স চুক্তির কোনো অংশীদ্বার থেকে এখন পর্যন্ত কোনো অনুরোধ আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *