রাশিয়ার কাছে আত্মসমপর্ণ না করে জীবন দিলেন ইউক্রেনের ১৩ সেনা

Share Now..

রাশিয়ার সেনাদের কাছে আত্মসমপর্ণ করতে অস্বীকার করে ইউক্রেনের একটি দ্বীপে নিহত ১৩ জন সেনার গল্প বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিবিসির সংবাদমাধ্যমে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে স্নেক আইল্যান্ড নামের ছোট একটি দ্বীপে ইউক্রেনের ১৩ জন সৈনিক তাদের ঘাঁটির দখল ধরে রেখেছিল। রুশ একটি যুদ্ধজাহাজ সেখানে এসে তাদের আত্মসমপর্ণ করার নির্দেশ দেয়। কিন্তু তারা সেটি অস্বীকার করে। ফলে তাদের ওপর গোলা বষর্ণ করতে শুরু করে রাশিয়ার যুদ্ধ জাহাজ।

সামাজিক মাধ্যম ভাইরাল হয়ে যাওয়া অডিও রেকর্ডে শোনা যায়, রাশিয়ার যুদ্ধ জাহাজ থেকে বলা হচ্ছে, ‘তোমরা অস্ত্র সমপর্ণ করো এবং আত্মসমপর্ণ করো। অন্যথায় আমি গুলি চালাতে শুরু করবো। তোমরা কি শুনতে পাচ্ছো?’

এরপর ইউক্রেনের রক্ষীদের কথা শুনতে পাওয়া যায় ‘যথেষ্ট হয়েছে’ এরপর তারা ক্ষিপ্তভাবে রুশ যুদ্ধজাহাজের কথা মানতে অস্বীকৃতি জানায়। তাদের কথাটি ছিল, ‘রাশিয়ান ওয়ারশিপ, গো ফ… ইউরসেলফ’।

এরপর যুদ্ধজাহাজ থেকে রক্ষীদের ওপর গোলা বষর্ণ করা হলে ১৩ জন রক্ষীর সবাই নিহত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি তাদের সাহসিকতার প্রশংসা করে বলেছেন, তারা সবাই যুদ্ধে সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *