রাশিয়ার টিকা স্পুৎনিক ভি তৈরির অনুমোদন পেল সিরাম
রাশিয়ার করোনার টিকা স্পুৎনিক ভি তৈরির জন্য সিরাম ইনস্টিটিউটকে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শর্তের ভিত্তিতে সিরামকে রাশিয়ার টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে সংস্থাটি। রাশিয়ার গামালেয়া রিসার্চ ইন্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করবে সিরাম। বৃহস্পতিবার স্পুৎনিক ভি তৈরির জন্য ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল সিরাম। এরপর শর্ত সাপেক্ষে টিকাটি উৎপাদনের পেল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। এর আগে, করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারত অননুমোদিত একটি করোনা ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ কেনার চুক্তি করে। ভারতীয় বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োলজিক্যাল ই এর তৈরি ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। ট্রায়ালের প্রথম দুই ধাপে ভ্যাকসিনটি আশানুরূপ সাফল্য দেখিয়েছে। ২০ কোটি ৬০ লাখ ডলারের ক্রয়াদেশের মাধ্যমে ভারত এবারই প্রথম একটি টিকা কিনতে যাচ্ছে যা এখনো জরুরি অনুমোদন পায়নি। এদিকে, করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় আবারও তিন হাজারের বেশি মৃত্যু হয়েছে। তবে ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে। দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে এক রাখ ২১ হাজারের বেশি।