রাশিয়ার সামরিক ঠিকাদারদের কাছে সহায়তা চেয়েছে মালি
নিরাপত্তা বাড়াতে রাশিয়ার বেসরকারি মিলিটারি কন্ট্রাক্টর কোম্পানিগুলোর কাছে সহায়তা চেয়েছে মালি। শনিবার (২৫ সেপ্টেম্বর) এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বেসরকারি রাশিয়ার সামরিক ঠিকাদারদের মালিতে থাকার বৈধ অধিকার আছে কারণ তাদেরকে দেশের ট্রানজিশনাল সরকার আমন্ত্রণ জানিয়েছে।
তিনি আরও বলেন, এটি এমন কার্যক্রম যা বৈধ ভাবে পরিচালিত হয়েছে। এর সাথে আমাদের (রাশিয়ান সরকারের) কোন সম্পর্ক নেই। ফ্রান্স সাহেল অঞ্চলে তার সামরিক উপস্থিতি হ্রাস করার প্রস্তুতি নিয়েছে। মালিয়ান সরকার অনুমান করেছে বাহ্যিক সহায়তা ছাড়া তাদের নিজস্ব ক্ষমতা অপর্যাপ্ত।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মালির সাথে ব্লকের সম্পর্ক মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে যদি তারা বিতর্কিত ওয়াগনার গ্রুপের রাশিয়ান বেসরকারি সামরিক ঠিকাদারদের দেশে কাজ করার অনুমতি দেয়।