রাশিয়ার হয়ে লড়াই করলে পরিবার খাবার পাবে: সিরীয় সেনা
Share Now..
বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনে আগ্রাসনের জন্য সিরীয় সেনাদের ব্যবহার করছে রাশিয়া। এর জন্য তাদের প্রতিমাসে পাঁচ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় সাড়ে পাঁচ লাখ টাকার বেশি) বেতন দেওয়া হচ্ছে।
এক সাক্ষাৎকারে সিরীয় এক সেনা জানান, তিনি মনে করেন রাশিয়া ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কিন্তু এই কার্যক্রম গরীব সিরিয়ানদের মুখে খাবারও তুলে দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই সেনা জানান, অর্থ পাবো শুনে এখানে কাজ করতে এসেছি। আমার পরিবার চায়নি আমি এখানে আসি। কিন্তু যখন বলা হলো, সংঘাতে মারা গেলে ৩৭ হাজার পাউন্ড দেওয়া হবে। তখন আর না করতে পারিনি।
তিনি আরও জানান, আমার সঙ্গে এমন ২০০ জন সিরীয় আছেন যারা ইউক্রেন আগ্রাসনে স্বেচ্ছাসেবীর কাজ করছেন।