রাশিয়ার ১৪ হাজার ২০০ সেনা নিহত: ইউক্রেন

Share Now..

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর শুক্রবার (১৮ মার্চ) পর্যন্ত টানা ২৩ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার অন্তত ১৪ হাজার ২০০ সেনা নিহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ সেনা হত্যার তথ্য তুলে ধরার পাশাপাশি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন বাহিনীর হামলায় রাশিয়ার ৪৫০টি ট্যাঙ্ক, এক হাজার ৪৩৫টি সাঁজোয়া যান, ৯৩টি বিমান, ১১২টি হেলিকপ্টার, ১১টি ড্রোন, ৩টি জাহাজ ও ৪৩টি এন্টি এয়ারক্রাফট সিস্টেম ধ্বংস হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) মার্কিন কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ৭ হাজারের অধিক রুশ সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৪ হাজারের বেশি।

অন্যদিকে গত ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছে। দুই পক্ষের এই হতাহতের পরিসংখ্যানের দাবি নিরপক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *